Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বনের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ১৯:৪৫

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বনকে সম্পদ হিসেবে দেখতে হবে। বনের ভেতর দিয়ে রাস্তা বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করে বন ধ্বংস করা যাবে না। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে সবাই মিলে কাজ করে ভবিষ্যত এবং বর্তমান প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।

বৃহস্পতিবার (২১ মার্চ) ‘সম্ভাবনায় বন, উদ্ভাবনায় বন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বন অধিদফতরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘বনায়ন ও পরিবীক্ষণ কার্যক্রম ডিজিটালাইজড হচ্ছে। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সফলভাবে বন পরিবীক্ষণ ও অপরাধ দমন করা হচ্ছে। সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় ভ্রমণের জন্য টিকিট ও অন্যান্য সেবা অনলাইনে প্রাপ্তির লক্ষ্যে মোবাইল অ্যাপস প্রস্তুতের কার্যক্রম চলছে।’ তিনি বলেন, ‘বিভিন্ন লক্ষমাত্রা অর্জনে সরকারি বিদ্যমান আইন, বিধি ও নীতিমালাগুলো হালনাগাদ করা হচ্ছে।’

বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সততা বড় সম্পদ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের পোস্টিং হবে। যারা ভালো কাজ করবেন তারা স্বীকৃতি পাবেন।’

প্রধান বনসংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ এবং সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশভোগীদের মাঝে চেক এবং আআন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘গাছ চেনা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সারাবাংলা/আরএফ/পিটিএম

পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর