Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগ জিতেই বিদায় বলতে চান ক্লপ

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগ জিতেই বিদায় বলতে চান ক্লপ

মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। লিভারপুল কোচ ইউর্গেন ক্লপের সামনে সুযোগ ছিল ট্রেবল জিতেই বিদায় বলার। তবে প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সব টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তারা। লিগেও ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের থেকে পিছিয়ে থাকা লিভারপুল কোচ ক্লপ বলছেন, শিরোপা জিতেই বিদায় বলতে চান তিনি।

৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। লিভারপুলের সমান ৭১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শিরোপা দৌড়ে টিকে থাকতে শেষ ৬ ম্যাচে জয়ের বিকল্প নেই ক্লপের সামনে। শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকেও।

বিজ্ঞাপন

ক্লপ অবশ্য দারুণভাবেই লিভারপুল অধ্যায়ের সমাপ্তি ঘটানোর ব্যাপারে আশাবাদী, ‘অবশ্যই এখন ব্যাপারটা আমাদের হাতে নেই। কিন্তু আমরা যদি সব ম্যাচ জিতি তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবেই। হেরে গেলে সেটা আর সম্ভব নয়। অন্যরা হারলে অবশ্য ভিন্ন কথা, তখন ৫টা ম্যাচ জিতেও আমরা চ্যাম্পিয়ন হতে পারি! কে জানত আর্সেনাল ভিলার কাছে হেরে যাবে? এজন্য আমাদের নিজেদের ম্যাচগুলো আগে জিততে হবে। তারপর অন্যদের ম্যাচে কি হয় দেখা যাবে।’

গত এক মাসে দুটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিভারপুল, হেরেছে বেশ কয়েকটি ম্যাচ। ক্লপ মানছেন, লিভারপুলকে হারানো একটু সহজ হয়ে গেছে, ‘আমরা আগেও অল্প ব্যবধানের জন্য লিগ হাতছাড়া করেছি। এখানে ভুলের সুযোগ খুবই কম। আপনাকে তাই পারফেক্ট ফুটবল খেলতে হবে। গত কয়েক ম্যাচে আমরা সেটা করতে পারিনি। সহজেই আমাদের হারিয়েছে প্রতিপক্ষ। ঘুরে দাঁড়াতে হলে এটার পরিবর্তন করতে হবে।’

আগামীকাল লিগের ম্যাচে ফুলহামের মাঠে খেলতে নামবে লিভারপুল। ক্লাবের হয়ে আর মাত্র ৬ ম্যাচেই ডাগআউটে দেখা যাবে ক্লপকে।

সারাবাংলা/এফএম

ইয়ুর্গেন ক্লপ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর