Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ২০:১৩

ঢাকা: নতুন পরিকল্পনা অনুযায়ী আপাতত গাজীপুরের টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেলের লাইন।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমে বলেন, ‘সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে। এটি ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’

তিনি বলেন, ‘মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে।’

বিজ্ঞাপন

‘এরইমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। এ পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা হবে ৪৮ মিনিটের’, যোগ করেন তিনি।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো