Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১৬:৫৭

গোপালগঞ্জ: আবহমান গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঘুড়ি উৎসব। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় এই উৎসব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকার অনেকে এই উৎসবে অংশগ্রহণ করেন। ভ্যাপসা গরম উপেক্ষা করে সবাই মেতে উঠেছিলেন ঘুড়ি উৎসবে। প্রতিযোগীরা বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিলো মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ইনশিরা ইশতাক বলেন, ‘ঘুড়ি ওড়ানোর প্রতি মানুষের যে এখনো এতো টান আছে, তা এই উৎসবে না এলে বুঝতে পারতাম না।’

ঘুড়ি উৎসব আয়োজনের অন্যতম সদস্য রাকিন আজমাইন, স্থাপত্য বিভাগের আয়োজনে ৩য় বারের মতো এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত পহেলা বৈশাখ উপলক্ষে এই আয়োজন। কিন্তু এবছর প্রচণ্ড গরম থাকায় আজকের এই দিনে ঘুড়ি উৎসবটি আয়োজিত। আমরা এতে আশানুরূপ সাড়া পেয়েছি।

সারাবাংলা/একে

ঘুড়ি উৎসব বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর