Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়া থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ মে ২০২৪ ১৮:০০

নোয়াখালী: দ্বীপাঞ্চল উপজেলা হাতিয়া থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় মাংস ছাড়াও একটি চামড়া, একটি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়।

রোববার (১৯ মে) বিকেলে উপজেলার মেঘনা নদীসংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে কোস্ট গার্ড এ মাংস জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন অর রশীদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীসংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত মাংস হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো