Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমালের ধাক্কায় খুলনায় ৭৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ০০:২৯

রেমালের ধাক্কায় খুলনায় ৭৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ছবি: সারাবাংলা

খুলনা: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনায় ৭৬ হাজার ৯০৪টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন ইউনিয়নের ৫২টি ওয়ার্ড সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন উপজেলার সঙ্গে খুলনা মহানগরীতেও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় চার লাখ ৫২ হাজার ২০০ মানুষ।

সোমবার (২৭ মে) বিকেলে খুলনা জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। আরও জানানো হয়েছে, জেলার দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাধ ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে অসংখ্য গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।

এদিকে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। ভেসে গেছে চিংড়ির ঘের, ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, জেলার আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

খুলনা ঘরবাড়ি বিধ্বস্ত ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ রেমাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর