Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচার হওয়া ১৩ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ২২:৩৮

যশোর: ভালো কাজের মিথ্যা আশ্বাসে ভারতে পাচার হয়ে যাওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ১ থেকে ২ বছর পর দেশে ফিরেছে তারা। ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৭ জন কিশোরী ও পুরুষ শিশু রয়েছে। বাকি পাঁচজন নারী।

ফেরত আসা বাংলাদেশিরা গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার অধিবাসী।

বেনাপোল ইমিগ্রেশন ওসি জানান, বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যান তারা। পরে তাদের ঠাঁই হয় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে পাঠানো হয় শেল্টারহোমে।

সারাবাংলা/একে

পাচার বেনাপোল সীমান্ত ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর