Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লি বিদ্যুতের সমস্যা সমাধানের তাগিদ স্থায়ী কমিটির

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ২০:৫১ | আপডেট: ১১ জুলাই ২০২৪ ২৩:৫৫

ঢাকা: পল্লি বিদ্যুতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের তাগিদ দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ ছাড়া প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার ক্রয় হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৃহসপতিবার (১১ জুলাই) দ্বাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এই সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি মু. জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, মো. ওমর ফারুক এবং কানন আরা বেগম বৈঠকে অংশ নেন।

বৈঠকে ভারত, নেপাল, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিতকরণ ও বাস্তবায়ন কৌশল পর্যালোচনা করা হয়। এ সময় লোডশেডিং বিষয়টি আলোচনায় উঠে আসে এবং নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় সংসদ পল্লি বিদ্যুৎ স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর