Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা কমলা হ্যারিসের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ১১:৪৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৭:০০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

স্থানীয় সময় শনিবার (২৭ জুলাই) ফরমে সইয়ের মধ্য দিয়ে প্রার্থিতা ঘোষণার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন এ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে কমলা হ্যারিস বলেন, আজ ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন। এছাড়া, গত শুক্রবার কমলা হ্যারিসকে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও।

সারাবাংলা/ইআ

কমলা হ্যারিস টপ নিউজ প্রার্থিতা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর