Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আশরাফুলকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৭:১১ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ২০:১৬

বুধবার এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম নামে আরেক আইনজীবী আহত হয়েছেন। আহত আইনজীবী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ব্যারিস্টার আশরাফুলকে হাসপাতালে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর মাথার বামপাশ থেকে রক্ত ঝরছে ব্যারিস্টার আশরাফুলের।

সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল বলেন, ‘আমাকে আব্দুল কাইয়ুম নামে একজন আইনজীবী ছুরিকাঘাত করেছেন। আমি কোটা আন্দোলনের পক্ষে সরব ছিলাম, এখনো আছি। আমাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কাউয়ুম আহত করেছে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আইনজীবী আশরাফুলের অভিযোগ মিথ্যা।’

ব্যারিস্টার আশরাফুল ইসলাম টাঙ্গাইলের বাসিন্দা। তিনি আওয়ামী সরকারের আমলে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইনজীবী আহত ছুরিকাঘাত টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর