Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিক মনোনয়ন নিলেন হ্যারিস, হতে চান সবার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৪ ১৪:৩৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ০১:৪০

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডেমোক্রেটিক দলের ন্যাশনাল কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন নেন কামালা হ্যারিস। ছবি: অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিজের দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সময় তিনি দল বা দলের সমর্থক নয়, যুক্তরাষ্ট্রের সব নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম ভাষণেই তিনি দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেছেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।

সম্মেলনের মঞ্চে কামালা হ্যারিস ভাষণে বলেন, নানা রাজনৈতিক মতাদর্শের মানুষ আছে। তারা সবাই এ সম্মেলনের দিকে তাকিয়ে আছে। আমি তাদের সবার প্রতি বলতে চাই, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। দল, জাতি, লিঙ্গ, ভাষা নির্বিশেষে সব আমেরিকানের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আপনাদের মনোনয়ন গ্রহণ করছি।

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে হ্যারিস বলেন, নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। আগেকার তিক্ততা ভুলে ও হতাশা মুছে দল বা একক গোষ্ঠী হিসেবে নয়, আমেরিকার মানুষ হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সেই সুযোগ নিয়ে আমি এমন প্রেসিডেন্ট হতে চাই, যিনি সবাইকে একতাবদ্ধ করতে পারবেন। আমি সেই প্রেসিডেন্ট হতে চাই যিনি মানুষের উচ্চাশা পূরণ করবেন, নেতৃত্ব দেবেন, সবার কথা শুনবেন, বাস্তববাদী হবেন এবং কার্যকরও হবেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সময় এসেছে বলে উল্লেখ করেন ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্ট প্রার্থী। বলেন, আমি সবসময়ই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে। কিন্তু গাজায় গত ১০ মাস ধরে বিপর্যয় ঘটেছে। বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ও আমি এই যুদ্ধ বন্ধের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যেন ইসরায়েল সুরক্ষিত থাকে, বন্দিরা মুক্তি পায়, গাজায় মানুষের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনিরা যেন মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বাঁচতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও আইন ভঙ্গ করেছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারলে তিনি বেপরোয়া হয়ে উঠতে পারেন বলে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন কামালা। তিনি আরও বলেছেন, ট্রাম্প এর আগে স্বৈরশাসকদের সামনে মাথা নত করেছেন।

জাতীয় নিরাপত্তার সঙ্গে সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটও ভাষণে তুলে ধরেন কামালা হ্যারিস। বলেন, প্রেসিডেন্ট হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার হবে। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সমর্থন করে যেতে হবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও মূল্যবোধ রক্ষা করতে আমি কখনো পিছিয়ে যাব না। ইরান ও অন্যান্য প্রতিপক্ষের আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতেও দ্বিধা করব না।

সারাবাংলা/টিআর

কামালা হ্যারিস টপ নিউজ ডেমোক্রেটিক দল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর