Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলার জনগণ হানাদারদের বিরুদ্ধেও তেজ দেখাতে জানে— ভারতকে রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: ভারতের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে যদি আপনাদের সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করার পর স্বৈরাচার তাড়াতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে তেজ দেখাতে জানে।

শনিবার (৭ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দেশের কমান্ডোদের সঙ্গে বৈঠক উদ্বেগজনক নয়। তবে, তার দেওয়া বক্তব্য উসকানিমূলক কিনা, তা নিয়ে বাংলাদেশের জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা (ভারত) কি নববধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন। তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছে কেন?’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেফতার হতে পারি, গুম হতে পারি, এই শঙ্কা আর নাই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করছে না?’

‘নাকি এসব মেনে নিতে পারছে না? শেখ হাসিনা আজ বাংলাদেশে নাই, এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছে না? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। ভারতের উচিত আমাদের স্বাধীনতা, সর্বভৌমত্বকে শ্রদ্ধা করা।’

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাবের সভাপতি জাহানারা বেগম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মো. মাহবুবুল ইসলাম, ইকবালুর রহমান রোকন, ন্যাবের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল, ন্যাবের নেতা মাহমুদ হোসেন তমাল, শাহীনুর রহমান, মর্জিনা আক্তার, মমতাজ বেগম, বিএম রাশেদুল ইসলামসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর