Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবরস্থানের অজুখানায় পড়ে ছিল রক্তাক্ত তরুণীর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৩

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলায় এক কবরস্থানের অজুখানা থেকে ওড়না দিয়ে গলা বাঁধা রক্তাক্ত এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ’র অজুখানা থেকে মরদেহটি উদ্ধার করে।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয় এক লোক অজুখানায় লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত তরুণীর শরীর ছিল বস্ত্রহীন। মাথায় আঘাতের চিহ্ন আছে। ওই যুবতীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম

ওজুখানা টপ নিউজ রক্তাক্ত যুবতী লাশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর