Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৪:২২

রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সম্পাদক সেকেন্দার আলী লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পর্ষদের অপারগতার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পলাতক আছে। ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় ২০ বছর ধরে তফসিল ঘোষণা হলেও কখনোই চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয় না। প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হয় না। সব সময় অনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করেছে। এবার আমরা নির্বাচন চাই। এ জন্য গত ১০ সেপ্টেম্বর তারা বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। দাবি পূরণ না হলেচ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।’

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান। সম্মেলনে রাজশাহীর ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

চেম্বার অব কমার্স রাজশাহী সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর