আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচ নিয়ে শঙ্কা
৯ অক্টোবর ২০২৪ ১২:১৩
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা। তবে এই ম্যাচ আয়োজন নিয়েই জেগেছে শঙ্কা। হারিকেন মিল্টনের কারণে একদিন পিছিয়ে যেতে পারে মেসিদের ম্যাচ।
উত্তরপূর্ব ভেনিজুয়েলাতে আগামী কয়েক ঘন্টার মাঝে আঘাত হানবে ঘূর্ণিঝড় মিল্টন। এর প্রভাবে পূরণ অঞ্চলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা দল ফ্লোরিডাতে অনুশীলনে ব্যস্ত। ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডা থেকে ভেনিজুয়েলাতে যাওয়া পথটাও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাদের জন্য। ফ্লোরিডার বিভিন্ন কাউন্টিতেও সতর্কতা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
এমন অবস্থায় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, খেলার চেয়ে জীবনের নিরাপত্তাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে আমাদের জীবন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচকে সামনে রেখে ভেনিজুয়েলা যাওয়া নিয়ে শঙ্কিত। শেষ পর্যন্ত ম্যাচটা ঠিক সময়ে হবে কিনা সেটাও চিন্তার বিষয়।’
শোনা যাচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচ। আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হওয়ার কথা দুই দলের। সে ম্যাচ আয়োজন করা হতে পারে ১২ অক্টোবর। লাতিন অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ভেনিজুয়েলা।
সারাবাংলা/এফএম