Tuesday 15 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজামণ্ডপে ইসলামী সঙ্গীত: গ্রেফতার ২ জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৭:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দু’জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জামিন পাওয়া দুজন হলেন- ইসলামী সঙ্গীত পরিবেশনকারী সংগঠন ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’র সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। তারা দু’জনই মাদরাসা শিক্ষক।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাসপ্তমীতে গত ১০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’র ছয় শিল্পী। তাদের পরিবেশিত দুটি গানের মধ্যে একটি ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সংগঠনটিকে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ভাবাদর্শের বলে অনেকে ফেসবুকে সমালোচনায় মাতেন। তবে সংগঠনটির সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা জানায়।

চট্টগ্রাম কালচারাল একাডেমির পক্ষ থেকে জানানো হয়, তারা জেএম সেন হলে দুর্গাপূজার আয়োজক সংগঠন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান গেয়েছিলেন।

পূজা উদযাপন পরিষদ সজল দত্তকে বহিষ্কার করে। পরে সজল দত্ত ও সঙ্গীত পরিবেশনকারী ছয় জনসহ মোট সাতজনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন। পরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

ইসলামী সঙ্গীত গ্রেফতার জামিন টপ নিউজ পূজামণ্ডপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর