Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবারণা পূর্ণিমায় জগতের সুখ-শান্তি কামনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৫:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৩

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে নানান ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ সময় সমবেত প্রার্থনায় জগতের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করেন বৌদ্ধ ভিক্ষু ও উপাসক-উপাসিকাগণ। পূণ্যার্থীরা জানান, পৃথিবীর সকল মানুষ যেন শান্তিতে একসঙ্গে মৈত্রীর বন্ধনে বসবাস করতে পারে। হানাহানি বন্ধ হয়। যার যার ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সেই প্রার্থনা করেছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটির সবচেয়ে বড় বৌদ্ধ বিহার রাজবন বিহার প্রাঙ্গণে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, চিমিতং পূজা, উৎসর্গ, ক্ষমা প্রার্থনা ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনাসহ নানা দানকার্য সম্পাদন করা হয়েছে।

প্রবারণার অনুষ্ঠানে যোগ দেন নানান বয়সের হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থীরা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে পূণ্যার্থীদের ধর্মীয় দেশনা প্রদান করেছেন রাঙামাটির রাজবন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

প্রবারণার অনুষ্ঠানে চাকমা সার্কেল চিফ (রাজা) ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানসহ হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তিন মাস বর্ষাবাস (উপোসথ) পালন করার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রচলিত আছে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তাঁর মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে আকাশে উড়ানো হয় শত শত ফানুস। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়। প্রবারণা পূর্ণিমা শেষে এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবছর ‘নিরাপত্তাজনিত’ কারণে পার্বত্য তিন জেলায় কঠিন চীবর দান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বৌদ্ধ ভিক্ষুরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

প্রবারণা পূর্ণিমা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর