Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্যাতনের শিকার ২ শিশুর চিকিৎসা-পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৯:০০

ঢাকা : বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা ও বনানী এলাকায় ধর্ষণের শিকার ৯বছরের শিশুর চিকিৎসা, আইনি সহতা ও তাদের পূর্ণবাসনের দায়িত্ব নেবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ এ আশ্বাস দেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার যান সমাজকল্যাণ উপদেষ্টা। তিনি ওসিসির উন্নতিকল্পে কর্মকর্তাদের সাথে আলাপ করেন। এসময় তিনি বলেন, ‘ওসিসির বিষয়ে তাৎক্ষনিকভাবে সবাইকে জানানো হবে। টাইমলাইনে আনতে হবে। সবাইকে কাজ করতে হবে। নির্যাতনের হার কমাতে দ্রুত এ্যাকশনে যেতে হবে।’

বিজ্ঞাপন

শারমিন এস মুর্শিদ বলেন, সরকার দুটি শিশুর চিকিৎসা ও আইনি সহতার পাশাপাশি তাদের পুনর্বাসনের দায়িত্ব নেবে। বনানীতে শিশু ধর্ষণের আসামিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ভাটারা এলাকায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী কল্পনার শারীরিক অবস্থা খারাপ। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতিত শিশুদের আইনিসহ যেকোনো সহযোগিতায় আমরা আন্তরিক।

তিনি বলেন, ‘নারী ও শিশুর নির্যাতনে আইন ও ট্রাইবুনাল আছে। শিশু গৃহকর্মী কল্পনার ঘটনার ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার চেষ্টা করব। এ নির্যাতনের সঙ্গে সে গৃহকত্রীর ভাইও জড়িত, তাকেও আইনের আওতায় আনা হবে।’

এসময় মাজকল্যাণ উপদেষ্টা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ব্যবস্থাপনা ও চিকিৎসাধীন থাকা আটজন ভিকটিমের চিকিৎসার খোঁজ খবর নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘নির্যাতনের শিকার মেয়েটিকে আমাদের হাসপাতাল থেকে যতটুকু সাপোর্ট দরকার তার সব টুকুই দেওয়া হবে। বার্ন ইউনিটের বোর্ডের মাধ্যমে চিকিৎসকরা তাকে দেখতেছেন। এছাড়া অন্যান্য চিকিৎসকরাও তাকে দেখবে। এই ঘঘটনায় মেয়েটির মা বাদি হয়ে মামলা করেছেন। তার নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি।’

বিজ্ঞাপন

গত শনিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে কল্পনা (১৩) নামে ওই গৃহকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাটার থানা পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল বার্ন প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করা হয়। গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় গৃহকত্রী দিনাত জাহান আদরকে (২১) গ্রেফতার করা হয়। এঘটনায় নির্যাতনকারীর ফাঁসি চেয়েছেন আহত কল্পনার মা। গৃহকর্মী কল্পনা হবিগঞ্জ জলার লাখাই উপজেলার সুজন গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে।

সারাবাংলা/এসএসআর/এসআর

উপদেষ্টা শারমিন এস মুরশিদ পুনর্বাসন

বিজ্ঞাপন
সর্বশেষ

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর