Friday 31 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা থেকে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২২:৪৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ০১:০৯

থুলনা-ঢাকা রুটে পণ্যবাহী বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। ছবি: সারাবাংলা

খুলনা: কম খরচে খুলনা থেকে কৃষিপণ্য ঢাকায় পরিবহণ করতে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ট্রেনটি খুলনা রেল স্টেশন থেকে ঢাকার পথে যাত্রা শুরু করে। খুলনা-ঢাকা রুটে ট্রেনটির প্রথম যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহণে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন চালু করেছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল স্বল্প খরচে পরিবহণ করা যাবে। এই বিশেষ ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানেরও ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহণ করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, দেশের কৃষিপণ্যের দামের ঊর্ধ্বগতি রয়েছে। পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সবজি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা ও দেশের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহণের সুব্যবস্থা জরুরি। এর জন্যই এই বিশেষ ট্রেনটি চালু করা হয়েছে।

সারাবাংলা/টিআর

কৃষিপণ্য পরিবহণ খুলনা

বিজ্ঞাপন

বিয়ে করলেন সারজিস আলম
৩১ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

জমিয়তের সঙ্গে বৈঠকে বিএনপি
৩১ জানুয়ারি ২০২৫ ১৯:০৯

আরো

সম্পর্কিত খবর