Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ২০:০৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২২:১৪

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক জন। বুধবার (২৩ অক্টোম্বর) সন্ধ্যায় শহরের হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকার বাসিন্দা সালাম (৫০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে শাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছেন ছেলে সিয়াম (১২)। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৃষ্টির সময় বসতঘরে পানি জমলে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যায় সালাম। এ সময় সালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়, তাকে উদ্ধার করতে তার স্ত্রী, মেয়ে, ছেলে এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসআর

৩ জনের মৃত্যু কুষ্টিয়া বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর