Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু আরও ৬ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২১:২২

ঢাকা: গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ছয় জনের। এ নিয়ে চলতি বছর সারাদেশে ২৮৬ জন মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১২ জন। চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের তথ্য। এর আগে ২০ অক্টোবর ১ হাজার ২৯৮ জন আক্রান্ত হন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন। এর মধ্যে ৫৫ হাজার ১১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৮০৩ জন ও নারী ৫০৯ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫০৩ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৪৬ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১৬৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১১৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.২ শতাংশ পুরুষ এবং ৩৬.৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৮৬ জন। তাদের মধ্যে ৫৩.৫ শতাংশ নারী ও ৪৬.৫ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর

ডেঙ্গু মৃত্যু সর্বোচ্চ শনাক্ত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর