Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ধর্মঘটে শ্রমিকরা, পণ্যবাহী কনটেইনার পরিবহন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৭:৩৪

বন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী কনটেইনার পরিবহন কার্যক্রম বন্ধ। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: এক সপ্তাহের ব্যবধানে আবারও ধর্মঘট শুরু করেছেন কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার ট্রেইলার গাড়ির শ্রমিকরা। এতে বেসরকারি ডিপো থেকে কনটেইনার আনা-নেওয়া এবং চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী কনটেইনার পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

নিয়োগপত্র ও কর্মঘণ্টা নির্ধারণসহ চার দফা দাবিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।

বিজ্ঞাপন

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান সারাবাংলাকে বলেন, ‘এক সপ্তাহ আগে মালিক কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ নিয়ে আমাদের মধ্যে কয়েকদফা বৈঠক হয়। কিন্তু মালিকপক্ষ শেষ পর্যন্ত আমাদের নিয়োগপত্র দেবে না বলে জানায়। তাই আমরা আবার অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছি।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার সারাবাংলাকে বলেন, ‘ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের সঙ্গে আমাদের সব কার্যক্রম বন্ধ আছে। তবে ডিপোগুলোতে অভ্যন্তরীণ কার্যক্রম চলছে। বাইরে থেকে পণ্য পরিবহনকারী অন্যান্য গাড়ি আসছে।’

দেশের আমদানি-রফতানি পণ্যের ৯৯ শতাংশ কনটেইনারের মাধ্যমে পরিবহন হয়। রফতানি পণ্য কারখানা থেকে প্রথমে বেসরকারি কনটেইনার ডিপো বা অফডকে নেয়া হয়। সেখানে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেই পণ্য কনটেইনারে তোলা হয়।

এরপর প্রাইম মুভার ট্রেইলার গাড়িতে সেই কনটেইনার পাঠানো হয় বন্দরে। সেখান থেকে জাহাজে ওঠানোর পর রফতানি পণ্যবোঝাই কনটেইনার যায় নির্ধারিত গন্তব্যে। অফডক থেকে রফতানি ও আমদানি পণ্য মিলিয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার কনটেইনার পরিবহন হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সকাল থেকে চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র, কর্মঘণ্টা নির্ধারণ এবং সরকার ঘোষিত মজুরির দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় শ্রমিক সংগঠন। টানা ৩২ ঘণ্টা কর্মবিরতির পর সমঝোতার আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

সারাবাংলা/আইসি/এসআর

কনটেইনার চট্টগ্রাম বন্দর ধর্মঘট পরিবহন বন্ধ শ্রমিক

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর