Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় ফের নিহত ৯৫


১ নভেম্বর ২০২৪ ১৬:৫১

লাশের স্তুপ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অনেকে। এক বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় চিকিৎসা সরবরাহে আগুন লেগেছে। ব্যাহত হয়েছে অপারেশন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আলজাজিরা এই খবর জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বাহিনীর মধ্য গাজার দেইর এল-বালাহ, নুসিরাত শরণার্থী শিবির এবং আজ-জাওয়াইদা এলাকায় গোলাবর্ষণে কয়েক ডজন লোক আহত হয়েছে যা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের অভিযোগ ওই হাসপাতালে ডজন ডজন হামাস ‘সন্ত্রাসী’ অবস্থান করেছিল। তবে হামাস কতৃপক্ষ অভিযোগকে অস্বীকার করেছে।

ওয়াফা তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামলায় নিহত ৪৭ জনের মরদেহ দেইর এল-বালার আল-আকসা শহিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নুসিরাত এলাকার বেশ কয়েকটি বাড়িতে বোমা হামলায় বেশিরভাগই নিহত হয়েছেন। এমনকি একই বাড়িতে দ্বিতীয়বার আঘাত হানা হয় যখন মানুষ হামলার পর বেঁচে যাওয়া লোকদের উদ্ধার করতে ছুটে এসেছিল। এর ফলে আরও বেশি হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই হামলা পরিচালনা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০৪ জন নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ৬৪১ জন।

গাজা- ইসরায়েল নিহত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর