Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, খালা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:১৪

নরসিংদী: জেলার মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৪৫)।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি গ্রামের মনোহরদী সরকারি কলেজের পেছনে নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণির শিক্ষার্থী কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় গৃহবধূ পাপিয়া আক্তারকে উদ্ধার করে প্রথমে মনোহরদী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতিতে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়।

তবে  কী কারণে কে বা কারা হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

সারাবাংলা/এসআর

কিশোরীকে কুপিয়ে হত্যা খালা আহত নরসিংদী

বিজ্ঞাপন

সিনেমার ফেরিওলার জন্মদিন
৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২

আরো

সম্পর্কিত খবর