শমী কায়সার গ্রেফতার
৬ নভেম্বর ২০২৪ ০১:১৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১১:২৫
ঢাকা: অভিনয়শিল্পী ও ই-কমার্স খাতের সংগঠন ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান সারাবাংলাকে শমী কায়সারের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি বলেন, শমী কায়সারকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। (বুধবার) সকালে তাকে আদালতে তোলা হবে।
শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এবং সাহিত্যিক-গবেষক পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। নব্বইয়ের দশকে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন।
পরবর্তী সময়ে ব্যবসায় খাতে যুক্ত হন শমী কায়সার। তথ্যপ্রযুক্তি খাতের একজন উদ্যোক্তা ছিলেন তিনি। ব্যবসায়িক খাতের সবচেয়ে বড় সংগঠন এফবিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) টানা তিন মেয়াদে নির্বাচিত সভাপতি তিনি।
২০১৮ সাল থেকে ই-ক্যাব সভাপতির দায়িত্ব পালন করছিলেন শমী। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক সপ্তাহ পর গত ১৩ আগস্ট তিনি ই-ক্যাব সভাপতির পদ থেকে সরে দাঁড়ান।
৫ আগস্টের পর থেকেই ই-ক্যাবের সভাপতি পদ থেকে আওয়ামীপন্থি হিসেবে পরিচিত শমী কায়সারের পদত্যাগের দাবি তুলেছিল সংগঠনটির একাংশ। শমী কায়সার অবশ্য পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিন মেয়াদে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি কেবল ই-কমার্স খাতের নীতিমালা নিয়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অসুস্থ থাকায় শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকের পরামর্শে তিনি ই-ক্যাব সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে উল্লেখ করেন।
সারাবাংলা/ইউজে/টিআর