Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১২:২৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১২:২৭

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত দশটার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বৌলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুন্দর আলী (৫০) করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

আহত অটোরিকশা যাত্রী মরিয়ম (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার তের হাসিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও মোটরসাইকেল আরোহী শোলাকিয়া এলাকার খোকন মিয়ার ছেলে বায়জিদ (২০)।

আহত বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি করিমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে নতুন বৌলাই এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী সুন্দর আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। আহত একজন সদর হাসপাতাল, দুজন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মো. শাহাব উদ্দিন।

সারাবাংলা/এসডব্লিউ

কিশোরগঞ্জ নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর