Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ননএমপিও সুপারিশ পাওয়া শিক্ষকদের এমপিও পদে নিয়োগের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৬:১৩

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ননএমপিও পদে সুপারিশ পাওয়া ১০৭ শিক্ষকদের এমপিও পদে নিয়োগের দাবি জানিয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এনটিআরসিএ‘র সুপারিশপ্রাপ্ত বেতন বিহীন শিক্ষক পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে ননএমপিও শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। এতে আমরা যেমন সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছি, তেমনি মানসিকভাবে ভেঙে পড়ছি। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন থেকে রক্ষার্থে মাত্র ১০৭ জন শিক্ষককে এমপিও পদে স্থানান্তরের মাধ্যমে বেতন-ভাতা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

জামাল উদ্দিন বলেন, আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করে জাতীয় মেধা তালিকায় স্থান লাভ করেছি। সেই জাতীয় মেধাতালিকা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এনটিআরসিএ মাধ্যমে আবেদন করি এবং ওই আবেদনগুলো যাচাই-বাছাই করে এমপিও এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ সুপারিশ করে। সুপারিশের পর থেকেই একই পরিপত্রের আলোকে নিয়োগ পেয়ে কিছু শিক্ষক বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন এবং মাত্র ১০৭ জন শিক্ষক বেতন-ভাতা না বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এনটিআরসিএর প্রতিটি নিয়োগের ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হই। এনটিআরসিএ গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫টি গণবিজ্ঞপ্তি হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম গণবিজ্ঞপ্তিতে আমাদের নিজ উপজেলার বাইরে আবেদন করার সুযোগ দেওয়া হলেও উপজেলা কোটা থাকার কারণে যোগ্যতাসম্পন্ন প্রার্থী হয়েও নিজ উপজেলায় এমপিও পদে যোগদান করার সুযোগ পাইনি। অথচ কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা উপজেলা কোটায় নিয়োগ পেয়েছেন এবং বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। প্রথম গণবিজ্ঞপ্তিতে অধিকাংশ শূন্য পদের বিপরীতে এমপিও উল্লেখ করা ছিল। যোগদান করার পর আমরা জানতে পারি ওই পদগুলো এমপিও। ফলে আমরা বেতন-ভাতা না পেয়ে আদালতের শরণাপন্ন হই এবং রিট করি। বিচারক মহোদয় আমাদের কাগজপত্র পর্যালোচনা করে যোগদানের দিন থেকে বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য রায় প্রদান করেন। কিন্তু বিগত সরকার সেই রায় কার্যকর না করে মহামান্য হাইকোর্টকে অবমাননা করেন বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা অসংখ্য বার এনটিআরসিএ, মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ে বারবার স্মারকলিপি দেওয়ার পরও কোনো সমাধান খুঁজে না পেয়ে আজ আমরা নিরুপায়।

সংগঠনের নেতারা এই ১০৭ জন শিক্ষককে এমপিও পদে স্থানান্তরের মাধ্যমে বেতন-ভাতা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

সারাবাংলা/এনআর/ইআ

এনটিআরসিএ সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর