Monday 11 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেমন্তেই শীত শিশিরের আবাহন [ছবি]


৭ নভেম্বর ২০২৪ ০৮:৩০

ধানের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। চলছে কার্তিক মাস। বঙ্গাব্দ অনুযায়ী কার্তিক-অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। হেমন্তে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে উঠছে শীতের আবাহন। যদিও হেমন্তে চলে শীত-গরমের খেলা। ভোরের আকাশে হালকা কুয়াশা, প্রকৃতি ভিজে ওঠে শিশিরের মায়ায়। কিন্তু পর মুহূর্তেই তপ্ত রোদ। হেমন্ত এলে পাল্টে যায় প্রকৃতি ও জীবন। সম্প্রতি কুয়াশা ও শিশিরের বহুরূপী এই ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন
ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঘাসের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

প্রকৃতির সেজেছে কুয়াশার রঙে। ছবি: হাবিবুর রহমান

প্রকৃতির সেজেছে কুয়াশার রঙে। ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/পিটিএম

কুয়াশা টপ নিউজ শিশির শীত হেমন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর