Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে কমলার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ০৯:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।

স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) তিনি ফোন করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান।

কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী বলেন, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করেছেন একইসঙ্গে তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।

এদিকে স্থানীয় সময় বুধবার দিনের শেষে ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দিয়েছেন কমলা। কথা বলেছেন নির্বাচনের জয়-পরাজয় নিয়ে।

এ সময় কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমলা হ্যারিস বলেন, আজ আমার হৃদয় ভরে গেছে। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন সে জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সব ভালোবাসা দেশের জন্য।

তিনি জানান, তারা কখনো হাল ছেড়ে দেবেন না। লড়াই চালিয়ে যাবেন। এর মধ্য দিয়ে আমেরিকা সব সময় উজ্জ্বল থাকবে।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৬টি।

সারাবাংলা/ইআ

অভিনন্দন কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর