Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে যৌথবাহিনীর পৃথক অভিযানে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৪:২৬

জব্দকৃত মাদক ও গাঁজাসহ আটকেরা।

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে দুই নারীসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ২২ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল। এ সময় মাদক বিক্রির ২ লাখ ৫৬ হাজার টাকা জব্দ করা হয়।

মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভোমরদহ এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভ্যানে থাকা ব্যাগ তল্লাশী করে আটকেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অপরদিকে ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক পাচারকারী জয়নাল আবেদীনকে আটক করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল। সেই সঙ্গে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ এক লাখ টাকা। আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি