Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১৫:৩৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৮:০১

বলিউড অভিনেতা শাহরুখ খানকে হ্ত্যার হুমকি দেওয়া হয়েছে। সালমান খানের পর এবার হত্যার হুমকি পেলেন বলিউড বাদশা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের গণমাধ্যম দিন্দুস্থান টাইমস খরবটি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, ঘটনায় ৩০৮(৪) এবং ৩৫১(৩)(৪) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি শাহরুখ খানের সহকর্মী অভিনেতা সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। গত এপ্রিলে সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকেই তার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল মুম্বাই পুলিশ। গত ১২ অক্টোবর সালমন-শাহরুখ ঘনিষ্ঠ রাজনীতিবিদ সাবেক বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে হ্ত্যা করা হয়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, হত্যার হুমকি দিয়ে শাহরুখ খানের কাছে ৫০ লাখ রুপি চাওয়া হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

মুম্বাই পুলিশ সূত্র বলছে, কলটি ছত্তিশগড়ের রায়পুর থেকে করা হয়েছিল। এ ঘটনায় তারা তদন্ত করছেন।

সারাবাংলা/এইচআই

শাহরুখ খান হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর