সুনামগঞ্জ: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে তার জামিন মঞ্জুর করেন। ২৯ দিন কারাবাসের পর মানিকের জামিন হয়।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, অসুস্থ ও বয়স্ক বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এই ঘটনার মামলায় ৮ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।