প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ ৭ হাজার টাকার আনুদানের চেক গ্রহণ
৭ নভেম্বর ২০২৪ ১৭:৫২
ঢাকা: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ২০ লাখ ৭ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান উপদেষ্টার পক্ষে এই চেক গ্রহন করেন।
যারা অনুদান দিয়েছেন এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড ১৫ লাখ টাকা, মাসুদ পারভেজ ২ লাখ ৭ হাজার টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩ লাখ টাকা।
উপদেষ্টা ফারুক ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ৩৩১ টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯৭কোটি ১৮ লাখ ৫৯ হাজার ২০৩ টাকার অনুদান গ্ৰহন করেন।
সারাবাংলা/জেআর/এমপি