চসিকের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
৭ নভেম্বর ২০২৪ ১৯:০৭
চট্টগ্রাম ব্যুরোঃ খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।
মাহমুদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির বর্তমান প্রেসিডিয়াম সদস্য। তিনি ১৯৮৮-১৯৮৯ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌর করপোরেশনের প্রথমে প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে তিনি ১৯৮৯-১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে আগ্রাবাদ শাখার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক মাহমুদুল ইসলাম চৌধুরী ও তার প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করেন। ২০২৪ সালের ২৭ মার্চ অর্থঋণ আদালত ডিক্রি জারি করে। মাহমুদুল ইসলাম ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়। আদালত ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধের জন্য নির্দেশ দিলেও তা পরিশোধ করেননি তিনি।
এরপর চলতি বছরের ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা জারি করে। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে না থাকায় খেলাপী ঋণ আদায়ের জন্য আইনের ৩৩ ধারায় নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। পরে ব্যাংক অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারায় তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সারাবাংলাকে জানান, ১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সারাবাংলা/আইসি
সারাবাংলা/আইসি/এনজে