রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক আশিকুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) নওগাঁ সদরের ডাক্তারের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে বলে জানানো হয়েছে।
গ্রেফতার আশিকুর রহমান তুহিন (৩৬) বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছোট ছেলে। তার বাড়ি নগরীর মুন্সিডাঙ্গা এলাকায়।
বৃহস্পতিবার রাতে র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালিয়া থানায় গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। আশিকুর রহমান তুহিনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
তুহিন রাজশাহীর ছাত্রলীগকর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরের রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরও অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন।
তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনিও আত্মগোপনে।