Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা টার্মিনাল থেকে চুরি, বাস পাওয়া গেল জয়পুরহাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:৫৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ২২:২৩

গাইবান্ধা: গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চুরি হওয়া যাত্রীবাহী বাস জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাসটি উদ্ধার হয়।

গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। ভোরের দিকে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়। বাসের প্রয়োজনীয় যন্ত্রপাতি খুলে নিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি কামদিয়া সড়কের হরেন্দ্রা বাজার এলাকায় ফেলে রাখে চোর চক্র পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, হানিফ পরিবহনের চুরি হওয়া (ঢাকা মেট্রো ব-১৪-৬৪৩০) বাসটি উদ্ধার হয়েছে। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর