তেজগাঁও থেকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ
১৩ নভেম্বর ২০২৪ ২৩:৩৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১১:১২
চট্টগ্রাম ব্যুরো: ঢাকার তেজগাঁও থেকে বিএমডব্লিউ সিরিজের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, অবৈধভাবে আমদানি করা গাড়িটি কাস্টমসে ভুয়া নথি জমা দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করেছিল বন্দরনগরীর একটি প্রতিষ্ঠান।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে তেজগাঁও শিল্প এলাকায় ‘মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠানের গ্যারেজ থেকে সেটি জব্দ করা হয়েছে। রাত সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম মহাপরিচালক মো. মাজেদুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাড়িটির আমাদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর শেখ মুজিব রোডের নাগোয়া করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। গাড়িটি বিএমডব্লিউ সেভেন সিরিজের। কিন্তু আমাদানিকারক প্রতিষ্ঠান সেটির মডেল ফাইভ সিরিজ ঘোষণা দিয়ে জালিয়াতির মাধ্যমে গাড়িটি খালাস করে নিয়ে যায়।
সার্ভিসিংয়ের জন্য ওয়ার্কশপে রাখা গাড়িটি গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম জব্দ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি ও জাল নথি দাখিল করে গাড়িটি খালাস নেওয়ায় সেটি চোরাচালান হিসেবে গণ্য করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনের ১৮, ৩৩, ৯০, ১২৬ এবং ২ (২৪) ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/আরডি/পিটিএম