Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউতে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৭:২৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৭:২৯

ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা নেন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা নেন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৫ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। সঞ্চালনা করেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

বিজ্ঞাপন

সন্ধানী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. মালিক ইফতেখার সিদ্দিক ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্ব একটি টিম চিকিৎসা সেবা পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।

সারাবাংলা/ইউজে/এইচআই

চক্ষু চিকিৎসা ক্যাম্প ঢাকা রিপোর্টার্স ইউনিটি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি