Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরস্কারের জোয়ারে আরো ২০ লাখ পেলেন সাবিনারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৬:১৮

বিসিবি থেকে অর্থ পুরস্কার পেলেন সাবিনা খাতুনরা

ঘোষণাটা এসেছিল নেপালে বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরদিনই। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন সাফজয়ী সাবিনা খাতুনদের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

আজ বিসিবি কার্যালয়ে টানা দুইবারের সাফ জয়ী অধিনায়ক সাবিনা এসেছিলেন টিম ম্যানেজার মাহমুদা আক্তারকে সঙ্গে নিয়ে। বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার উপস্থিতিতে নারী দলের জন্য ২০ লাখ টাকার পুরস্কারের ডামি চেক সাবিনার হাতে তুলে দেন সভাপতি ফারুক। 

বিজ্ঞাপন

সাফের গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর নাজমুল হাসান পাপনের বোর্ড সাবিনা-সানজিদাদের দিয়েছিল ৫০ লাখ টাকা পুরস্কার। এবার অবশ্য কমে এসেছে পুরস্কারের পরিমাণ।

টানা দ্বিতীয়বার বিসিবির তরফ থেকে অর্থ পুরস্কার পেয়ে ধন্যবাদ দিয়েছেন সাবিনা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারও তারা আছেন। ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের।’

সাবিনার হাতে চেক তুলে দিয়ে বিসিবি সভাপতি আনন্দ প্রকাশ করেছেন টানা দ্বিতীয়বার নারীদের শিরোপা জয়ের। এই সাফল্যে যে রাতারাতি আসেনি, সেটা মনে করিয়ে দিয়ে ফারুক বলেন,‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরও বেশি খুশি কারণ, টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। এটা মোটেও ফ্লুক নয়। মেয়েদের দল আবার সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরও এগিয়ে যাবে। ’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ ফুটবল বিসিবি সাফ নারী চ্যাম্পিয়নশিপ সাবিনা খাতুন

বিজ্ঞাপন

নারী স্বাধীনতার আসল লক্ষ্য কী?
২০ নভেম্বর ২০২৪ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর