Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১১ মাসে ২১ নারীসহ ৪০ জনের মৃত্যু

স্পেশাল করসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ২০:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বর মাসের ২২ দিনে ডেঙ্গু আক্রান্ত ১৫ জনের প্রাণ গেল। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২১ নারীসহ ৪০ জনের প্রাণ গেছে মশাবাহিত এ রোগে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত মর্তুজা বেগম (৩৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত এ নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন রাতে তিনি মারা যান।

চট্টগ্রামে চলতি বছরে মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ২১ জন, পুরুষ ১৫ জন এবং শিশু ৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ২২ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৮৫২ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৭৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ৪৫৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৩৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ২ হাজার ২৬ জন, নারী ১ হাজার ৬১ জন এবং শিশু ৭০০ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর