Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২২:২০

ঢাকা: ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জন ডেঙ্গুতে মারা গেছেন। বাড়ছে সংক্রমণও। হাসপাতালে ভর্তি হয়েছেন সহস্রাধিক।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৯ জন। বিগত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে দেশে চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৭৯১ জন। এর মাঝে ৮২ হাজার ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৬৭১ জন ও নারী ৪০৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে পাঁচ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চার জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে দুইজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.২ শতাংশ পুরুষ এবং ৩৬.৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৫৯ জন। এর মাঝে ৫১ শতাংশ নারী ও ৪৯ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩৭ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৫০ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৪৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৯৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৭২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী  চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর