Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯০, মৃত্যু আরও ১০ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৪

প্রতীকী ছবি।

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৯৯০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৭১৫ জন। এর মাঝে ৮৩ হাজার ৭২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৭১ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৬৫৭ জন ও নারী ৩৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগীয় এলাকায় তিনজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন তিন জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুই জন মারা গেছে। চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর বাইরে অন্যান্য এলাকার হাসপাতালে মারা গেছেন আরও দুই জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৭১ জন। এর মাঝে ৫১ দশমিক ৪ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৪৫ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় গত ২৪ ঘণ্টায় ২১৫ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ১৪৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে দুই জন, বরিশাল বিভাগে ৮১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় এক জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৫২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এইচআই

২৪ ঘণ্টায় ডেঙ্গু ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর