Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেগম জিয়া শিক্ষায় অনেক অবদান রেখেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২২:৩৩

বাগেরহাটের রামপালের সুন্দরবন মহিলা কলেজে ছাত্রীদের মাঝে ট্রাস্টের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

বাগেরহাট: বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বেগম জিয়া শিক্ষায় অনেক অবদান রেখেছেন। তার এই ধারা অব্যাহত রাখতে বেগম জিয়া শিক্ষা ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। সেখানে তিনি নিজ তহবিল থেকে অর্থ প্রদান করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাগেরহাটের রামপালের সুন্দরবন মহিলা কলেজে ছাত্রীদের মাঝে ট্রাস্টের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। বিএনপি ছাত্রদের হাতে কলম খাতা তুলে দিচ্ছে। ’

বিজ্ঞাপন

এদিন বেলা ১২ টার দিকে সুন্দরবন মহিলা কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, রামপাল উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. জিহাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির ‍ও বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ।

এসময় ২৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান (শামীম)।

এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি-জামায়াতের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

বিএনপি বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর