Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭তম বিসিএসে ক্যাডার পদ ৩৪৮৭, নন ক্যাডার ২০১

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৯:১২

ঢাকা: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে এ বিসিএসে আবেদন ও প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে। বলা হয়, মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। মে মাসে পরীক্ষার কথা উল্লেখ করে পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সময় হবে দুই ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৭তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩ জন, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মারদাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন নিয়োগ দেওয়া হবে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

পিএসসি বিসিএস

বিজ্ঞাপন

আবার একসঙ্গে দুই খান
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর