Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্যু : ধর্মীয় সংখ্যালঘু
বিকেলে পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০

ঢাকা: ধর্মীয় সংখ্যালঘুসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং এর আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে ইসকন প্রসঙ্গও তুলে ধরা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান নন, যেকোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে।

সূত্র জানায়, ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা সম্পর্কেও অবহিত করা হবে।

সারাবাংলা/জেআর/আরএস

ধর্মীয় সংখ্যালঘু পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর