Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগ নেতা কামরুল-আমুকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩

ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আওয়ামী লীগের এই দুই নেতা ইতোমধ্যে হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন।

আজ সকালে তাদের গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর একটি মামলায় দুজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেখানে মোট আসামি ছিলেন ৪৫ জন। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু। আরেকজন হলেন সাবেক এমপি কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইবলের গ্রেফতাররি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেফতার হন। নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা আজকে ট্রাইবুনালে একটি দরখাস্ত দাখিল করেছি। তাদেরকে ট্রাইবুনালে উপস্থাপন করার জন্য। তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ পাওয়া গেছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইবুনাল সন্তুষ্ট হয়েছে। এবং আগামী ৪ ডিসেম্বর তাদের হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আওয়ামী লীগ নেতা ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর