বইপাড়ায় বর্ণমালার উদ্ভাস। ছবি
৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪
প্রতিবছর ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু হয়। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম, সেইসঙ্গে নতুন বই। এই তিন মিলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আমেজ বিরাজ করে। আর প্রতিবছরই ছাত্র-ছাত্রীরা নতুন বইয়ের গন্ধ মেখে মাতে উৎসবে। পরিশেষে হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলোকে মায়ার বাঁধনে জড়ায় কোমলমতি শিক্ষার্থীরা। ছাপার অক্ষরে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বইগুলো তৈরি হচ্ছে বইপাড়ায়। রাজধানীর বইপাড়াগুলো ঘুরে সেই প্রক্রিয়ার ছবি তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম