গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬
ঢাকা: গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক সব ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
সেইসঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, বৃহস্পতিবার সকালে এ আবেদন করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
আরও পড়ুন- শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
সারাবাংলা/জিএস/ইআ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম নিষেধাজ্ঞা বক্তব্য প্রচার শেখ হাসিনা