Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক সংস্কারে গাংনী বাসস্ট্যান্ডের দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭

গাংনী বাসস্ট্যান্ডের দোকান উচ্ছেদ করছে প্রশাসন।

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফোরলেন বাস্তবায়নে বাধাপ্রাপ্ত দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। দোকানীদের মামলায় বেশ কয়েকমাস ধরে রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকার পর স্থানীয়দের আন্দোলনের মুখে এবং আইনি জটিলতা কাটিয়ে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও কয়েকটি জায়গায় ফোরলেন নির্মাণ কাজ শুরু হয়। তবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রী ছাউনি ও কয়েকটি দোকান অপসারণ না করায় নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ে।

শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনি ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মানের দাবি জানায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা। তবে যাত্রী ছাউনির সাথে জেলা পরিষদের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া আব্দুল মালেক স্টোরের মালিক আদালতে মামলা করেন।

মামলার আদেশে দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞার নির্দেশনা থাকায় সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনি জটিলতা কাটিয়ে দোকানের ভাড়া-চুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিন বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ শুরু হয়। এর মধ্য দিয়ে সড়কটি সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

দোকান উচ্ছেদ বাসস্ট্যান্ড মেহেরপুর

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর