৩০০ ফিটে মাদরাসা ছাত্র নিহত
৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ৩০০ ফিট রাস্তায় মুরগি বহনকারী এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা লেগে সাকিব আল হাসান (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালকসহ ৩ জন।
রোববার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ৩০০ ফিট রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পরে সকাল পৌনে ৭টায় সাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত সাকিব নরসিংদীর রায়পুর উপজেলার হাসেমপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে। রাজধানীর তেজগাঁও এলাকায় পরিবারসহ থাকতেন তারা। সাকিবের বাবা শরিফ মুরগি ব্যবসায়ী।
সাকিবের বাবা শরিফ মিয়া জানান, সাকিব নরসিংদীর শিবপুরে একটি মাদরাসায় কিতাবখানায় পড়েন। গত বৃহস্পতিবার মাদরাসা থেকে সে ঢাকায় আসে। দুইদিন বাবা মায়ের সঙ্গে থেকে আজ ভোরে নরসিংদীর মাদরাসায় যাচ্ছিল সে। বাবা মুরগি ব্যবসায়ী হওয়ায় পরিচিত মুরগি বহনকারী একটি গাড়িতে ছেলেকে তুলে দিয়েছিলেন। সেই গাড়িটি ৩০০ ফিট রাস্তা দিয়ে যাওয়ার সময় রূপগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকে পেছনে ধাক্কা দেয় বলে তিনি জানতে পেরেছেন। এতে তার ছেলে মারা যায় এবং গাড়িটির চালকসহ ৩ জন আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটি শাহবাগ থানা পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। আর আহত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ